পূর্বাচলে অপু বিশ্বাসের প্লট কেলেঙ্কারি
- সর্বশেষ আপডেট ০৫:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 748
পেশায় অভিনেত্রী হলেও শাকিব খান ছাড়া তার কোনো সিনেমাই দর্শক হৃদয়ে তেমনভাবে জায়গা করে নিতে পারেনি অপু বিশ্বাস। সম্প্রতি হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন। এবার সামনে এসেছে পূর্বাচলে তাঁর প্লট কেলেঙ্কারির বিষয়টি।
যদিও বাংলা অ্যাফেয়ার্সের এ প্রতিবেদককে অপু বলেন, ‘তার বাবার জীবনেও পূর্বাচলে কোনো প্লট কিনেননি। যদি আপনি কিনে দেন, তাহলে বিক্রি করতে পারতাম।’
এদিকে, বাংলা অ্যাফেয়ার্সের অনুসন্ধান বলছে ভিন্ন কথা, তিনি পূর্বাচলের প্লাটিনাম সিটিতে তার ৩ কাঠা করে দুইটি প্লট কেনা ছিল। যার মধ্যে একটি বিক্রি করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বাচলের প্লাটিনাম সিটির রোড নাম্বার: ৩০, ব্লক সি (ফেসিং নর্থ) ২২ নাম্বার প্লটির মালিক এখনো অভিনেত্রী অপু বিশ্বাস। ২১ নাম্বার প্লটটিও তার নামেই ছিল, তিনি সেটি বিক্রি করে দিয়েছেন।
এদিকে, প্লাটিনাম সিটির দায়িত্বশীল কর্মকর্তা মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন, অপু বিশ্বাসের মালিকানায় ৩ কাঠার একটি প্লট তাদের আবাসন প্রকল্পে আছে। আরো একটি তিন কাঠার প্লট তিনি কয়েক বছর আগে বিক্রি করে দিয়েছেন।
এসব বিষয়ে জানতে অপু বিশ্বাসের সাথে এ প্রতিবেদকের হোয়াটসআ্যপে কথা হয় গত ২২ জুলাই সন্ধ্যায় ৭ টার পর। তিনি বলেন, ‘আমার বাবার জন্মেও পূর্বাচলে কোনো প্লট কিনি নাই; আপনি (প্রতিবেদককে) যদি কিনে দিতেন; বিক্রি করতে পারতাম। এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন বলে পরবর্তীতে নিজেই বিষয়গুলোর ব্যাখা দিবেন বলে কথা দেন। তখন সুস্পষ্টভাবে স্বীকার করেন, বসুন্ধরাতে তার একটি ফ্ল্যাট আছে।
এরপর অভিনেত্রী ও শাকিব খানের তালাকপ্রাপ্ত স্ত্রী অপু বিশ্বাসকে কয়েকবার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়া হলেও তিনি সেগুলোর কোনো উত্তর দেননি। সুনিদির্ষ্টভাবে প্লট নাম্বার উল্লেখ করেও বলার পরও তিনি কোনো জবাব দেননি।
প্লট কেলেঙ্কারির বিষয়ে সর্বশেষ ৩১ জুলাই অপু বিশ্বাসকে সরাসরি মোবাইল ফোনে কল করা হয়, ক্ষুদে বার্তা পাঠালেও তিনি সেগুলোর প্রতিউত্তর দেননি।
এদিকে, ঢাকায় ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিন পেয়েছেন। ১৩ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তার জামিন আবেদন করেন। বিচারক মো. মোস্তাফিজুর রহমান শুনানির পর ১০,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে ভাটারা থানার সামনে এক ব্যক্তি আহত হন এবং তিনি অপু বিশ্বাসসহ ১৭ জন তারকাকে অভিযুক্ত করেন। মামলায় প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৮৩ জনকে আসামি করা হয়; এর মধ্যে অপু বিশ্বাসও আছেন।
প্লট কেলেঙ্কারির বিষয়টি অস্বীকার করলেও অপু বিশ্বাস নাটোরের সিংড়ার প্রতারিত গরু ব্যবসায়ী রইস উদ্দিন নামের এক বৃদ্ধকে পবিত্র ওমরাহ ও হজ পালনে সহায়তা করেছেন।
আগামী পর্বে: অপু বিশ্বাসের গাড়ি ও ব্যবসার পার্টনার আ.লীগের সাবেক মন্ত্রী হাছান মাহমুদ



































