পূজা এলেই যে কারণে কষ্ট পান অপু বিশ্বাস
- সর্বশেষ আপডেট ০৫:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 146
ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্যা সিনেমায়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বর্তমানে নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না এই চিত্রনায়িকাকে।
তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপু বিশ্বাস। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও। সম্প্রতি তিনি জানান, দুর্গা পূজা এলে কষ্ট পান তিনি। অনেকদিন হয় মা-বাবাকে হারিয়েছেন এই তারকা। জীবনের প্রতি মুহূর্তে তাদের মিস করেন তিনি। বিশেষ করে পূজার সময়টাতে এ বেশি মনে পড়ে তাদের।
বর্তমানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বৃহস্পতিবার বিজয়া দশমী।
এই উৎসব উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পূজার দিনগুলোতে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।’



































