শিরোনাম
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
- সর্বশেষ আপডেট ১০:১৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 84
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মেঘনা থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় মেঘনা থানা পুলিশ। এসময় মহসিনকে আটক করা হলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। হামলার সময় একটি দোকানে ভাঙচুরও হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
































