ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তাসনিম জারা

পুরনো পেশিশক্তির রাজনীতি আর চলবে না

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 131

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘রাজনীতি এখন বদলে গেছে। এখন পুরনো পেশিশক্তির রাজনীতি আর চলবে না।’

শনিবার (১ নভেম্বর) সকালে সিজিএসর এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে জারা বলেন, ‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনকে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব বলেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না।’

নারীরা যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরও রাজনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন জানিয়ে জারা বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ টিতে উন্নীত করার।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাসনিম জারা

পুরনো পেশিশক্তির রাজনীতি আর চলবে না

সর্বশেষ আপডেট ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘রাজনীতি এখন বদলে গেছে। এখন পুরনো পেশিশক্তির রাজনীতি আর চলবে না।’

শনিবার (১ নভেম্বর) সকালে সিজিএসর এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে জারা বলেন, ‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনকে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব বলেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না।’

নারীরা যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরও রাজনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন জানিয়ে জারা বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ টিতে উন্নীত করার।’