পুকুরে বস্তাবন্দি নবজাতকের লাশ, কাঁপছে মোংলা
- সর্বশেষ আপডেট ০৩:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 242
মোংলায় ছত্তারলেন এলাকার মারুফ বিল্লাহর বাড়ির পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে পুকুরঘাটে প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি অচেনা বস্তু ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং বাড়ির মালিক জানান, ওইদিন সকালে এক ভাড়াটিয়া পুকুরঘাটে গোসল করতে গেলে বস্তাটি ভাসতে দেখেন। বিষয়টি তিনি বাড়ির মালিক মো. মারুফ বিল্লাহকে জানান। বস্তাটি খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে এক নবজাতকের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি একটি ছেলে নবজাতকের এবং তাকে বস্তায় মুড়িয়ে পানিতে ফেলা হয়েছে। মরদেহটি মারুফ বিল্লাহর বাড়ির পুকুরঘাটে পাওয়া গেলেও এটি পাশের কোনো বাড়ি বা অন্য স্থান থেকে এনে সেখানে ফেলে যাওয়া হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
স্থানীয়রা ধারণা করছেন, কোনো নারী অবৈধ গর্ভধারণের ফলে জন্ম নেওয়া নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন।



































