ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
  • সর্বশেষ আপডেট ০৩:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 77

পিরোজপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবুজ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আটক সবুজ হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় দুলালের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে রেখে স্বর্ণালংকার লুট করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়, বাকিরা পালিয়ে যায়। আটক দুজনকে গ্রামবাসী বেধড়ক মারধর করে।

অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার নিয়ে গেছে।

ঘটনার পর পিরোজপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতলে নেয়। উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জানান, পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পিরোজপুরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৩:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবুজ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আটক সবুজ হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় দুলালের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে রেখে স্বর্ণালংকার লুট করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়, বাকিরা পালিয়ে যায়। আটক দুজনকে গ্রামবাসী বেধড়ক মারধর করে।

অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার নিয়ে গেছে।

ঘটনার পর পিরোজপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতলে নেয়। উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জানান, পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।