পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা: নিহত ২, গ্রেপ্তার ৫০০
- সর্বশেষ আপডেট ০৬:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 354
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বিজয় উদযাপনকালে ফ্রান্সে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৯২ জন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক মানুষকে। আজ রোববার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় বিজয় উন্মাদনা শুরু হয়। ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এই উৎসব একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতায় রোববার সকাল পর্যন্ত ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৪৯১ জনই প্যারিস থেকে। তাদের মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদের ২৫৪ জন প্যারিসের বাসিন্দা।
সংঘর্ষ চলাকালে চ্যাম্পস এলিসেস সড়কের কিছু বাসস্টপ ভাঙচুর করা হয়। দাঙ্গাকারীরা পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় পিএসজির হাজার হাজার সমর্থক বিখ্যাত এই সড়কে জমায়েত হয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সারা দেশে শতাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ২০০-র বেশি যানবাহন। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য এবং সাতজন দমকলকর্মী আহত হয়েছেন।
































