পিআর পদ্ধতির বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৩:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 125
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কয়েকটি দল পিআর নিয়ে চিৎকার করছে। আসলে জনগণ কি পিআর বুঝে? পিআর পদ্ধতি হচ্ছে ব্যক্তিকে নয় দলকে ভোট দিতে হবে। যে পদ্ধতিতে আমি বুঝতেই পারবো না যে আমি কাকে ভোট দিচ্ছি, সেই পদ্ধতিতে ভোট দেব কিভাবে?’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।
তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে।
বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপস নয়, ভোট হবে, যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।’ এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
ডিসিদের হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও হবে।
































