পিআরের দাবি পূরণ করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে
- সর্বশেষ আপডেট ১০:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 83
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় নির্বাচনসহ কোনো দাবি বাস্তবায়ন করতে চাইলে তা অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। তিনি বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন চাইলে যে কেউ চাইতেই পারে। এটা কোনো সমস্যা নয়। তবে আমাদের চাওয়াটাও জনগণের কাছে পৌঁছানো উচিত এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তা পূরণ করতে হবে। নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির সরাসরি সম্পর্ক নেই।”
আজ বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। নুরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বলে জানান তিনি।
আমীর খসরু বলেন, “বিভিন্ন দলের মধ্যে সব জায়গায় ঐকমত্য হওয়া সম্ভব নয়, কারণ সবাই ভিন্ন দল, ভিন্ন দর্শন ও চিন্তাভাবনার অধিকারী। তাই সব জায়গায় ঐকমত্য হবে; এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, “দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। এজন্য আমরা গত ১৫-১৬ বছর ধরে ত্যাগ স্বীকার করেছি। তবে নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির সরাসরি সম্পর্ক নেই। যাদের দাবি আছে, তাদের তা জনগণের কাছে পৌঁছাতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তারপর তা পাস করা সম্ভব। কেউ যদি এ পর্যায়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের রাজনৈতিকভাবে এর দায় নিতে হবে।”
এদিন বিকেলে আমীর খসরু বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। হাইকমিশনের সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি এবং ডেস্ক অফিসার ডে আর্ন ছিলেন।
































