ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বান্দরবানে পররাষ্ট্র উপদেষ্টা

পাহাড় শান্ত স্থির হলে সম্ভাবনার দুয়ার খুলবে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 296

বান্দরবানে পররাষ্ট্র উপদেষ্টা

শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেছে। তাই কেউ যেন তাড়াহুড়ো করে চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা না করেন। এই পাহাড়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে—এমনটিই মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “বান্দরবানের দুটি সমস্যার কথা সবসময় উঠে আসে—শিক্ষা ও স্বাস্থ্যসেবা। সরকার এই দুই খাতকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে।”

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। এছাড়াও জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে পররাষ্ট্র উপদেষ্টা

পাহাড় শান্ত স্থির হলে সম্ভাবনার দুয়ার খুলবে

সর্বশেষ আপডেট ০২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেছে। তাই কেউ যেন তাড়াহুড়ো করে চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা না করেন। এই পাহাড়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে—এমনটিই মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “বান্দরবানের দুটি সমস্যার কথা সবসময় উঠে আসে—শিক্ষা ও স্বাস্থ্যসেবা। সরকার এই দুই খাতকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে।”

অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। এছাড়াও জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।