ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড় কাটায় কোয়ান্টামকে ৫৫ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 177

পাহাড় কাটার দায়ে কোয়ান্টামকে ৫৫ লাখ টাকা জরিমানা 

বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর এই জরিমানা করা হয়।

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের অভ্যন্তরে অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছিল। খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযানে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের অভ্যন্তরে অভিযান চালানো হয়। পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা আদায় করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাহাড় কাটায় কোয়ান্টামকে ৫৫ লাখ টাকা জরিমানা 

সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর এই জরিমানা করা হয়।

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের অভ্যন্তরে অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছিল। খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযানে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের অভ্যন্তরে অভিযান চালানো হয়। পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা আদায় করা হয়েছে।”