ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ি বসতবাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
  • সর্বশেষ আপডেট ১১:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 197

পাহাড়ি বসতবাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে একটি পাহাড়ি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে পাচার করে আনা ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা পাহাড়ি এলাকার একটি বসতবাড়িতে মজুদ রাখা হয়েছে।

ওই তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে বিজিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা এবং ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানে রুজিনা আক্তার (৩৯) নামের এক নারীকে আটক করা হয়। তিনি হাতিয়ার ঘোনা এলাকার ফরিদ আহমদের মেয়ে।

তবে একই সময় অভিযানে ইয়াবা কারবারির অন্যতম মূলহোতা সোনা মিয়া (৩৭) পালিয়ে যায়। সে একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

আটক রুজিনা আক্তার এবং পলাতক সোনা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি পলাতক আসামিসহ অন্যান্য মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক আশিকুর রহমান।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাহাড়ি বসতবাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

সর্বশেষ আপডেট ১১:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কক্সবাজারের টেকনাফে একটি পাহাড়ি বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে পাচার করে আনা ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা পাহাড়ি এলাকার একটি বসতবাড়িতে মজুদ রাখা হয়েছে।

ওই তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে বিজিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা এবং ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানে রুজিনা আক্তার (৩৯) নামের এক নারীকে আটক করা হয়। তিনি হাতিয়ার ঘোনা এলাকার ফরিদ আহমদের মেয়ে।

তবে একই সময় অভিযানে ইয়াবা কারবারির অন্যতম মূলহোতা সোনা মিয়া (৩৭) পালিয়ে যায়। সে একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

আটক রুজিনা আক্তার এবং পলাতক সোনা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি পলাতক আসামিসহ অন্যান্য মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক আশিকুর রহমান।