ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পালিয়েও শেষ রক্ষা হলো না মহিলা লীগ নেত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 93

পালিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রীর

পলাতক মহিলা লীগের নেত্রী শাহনাজ পারভীন গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাত দুইটার দিকে তাকে পুলিশ আটক করে। এর আগে একই দিন দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন

শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক ডিজঅনার মামলায় যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহনাজকে এক বছরের সাজা দেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকা শাহনাজ বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ তাকে শনাক্ত করে রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পালিয়েও শেষ রক্ষা হলো না মহিলা লীগ নেত্রীর

সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

পলাতক মহিলা লীগের নেত্রী শাহনাজ পারভীন গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাত দুইটার দিকে তাকে পুলিশ আটক করে। এর আগে একই দিন দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন

শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক ডিজঅনার মামলায় যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহনাজকে এক বছরের সাজা দেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এই রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকা শাহনাজ বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ তাকে শনাক্ত করে রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।