ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৪:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 54

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনার সাধুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুবেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত একটার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ চর-সাধুপাড়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত রায়হান শেখ আকাশ (২৩) পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই এলাকার সোহেল শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় মুক্তার নামের এক ব্যক্তির স্ত্রী কাজ শেষে বাড়ি ফেরার পথে মিল্লাত নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করে। এ সময় আকাশ প্রতিবাদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জের ধরে মিল্লাত, আব্দুর রশিদ ও রাজু মিলে পূর্ব পরিকল্পিতভাবে আকাশকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুবেল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৪:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

পাবনার সাধুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুবেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত একটার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ চর-সাধুপাড়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত রায়হান শেখ আকাশ (২৩) পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই এলাকার সোহেল শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় মুক্তার নামের এক ব্যক্তির স্ত্রী কাজ শেষে বাড়ি ফেরার পথে মিল্লাত নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করে। এ সময় আকাশ প্রতিবাদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জের ধরে মিল্লাত, আব্দুর রশিদ ও রাজু মিলে পূর্ব পরিকল্পিতভাবে আকাশকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুবেল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।