ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১১:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 82

পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হলে তার দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে কোনো ধরনের ‘পাতানো নির্বাচন’ হলে তারা তা বর্জন করবে।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা টানা ১৬ বছর ধরে মানুষকে নির্যাতন ও অপমান করেছে। কম নির্যাতনে মানুষ তাকে সরায়নি। তার সময়ে নৌকার লোকজন যে পরিমাণ চাঁদাবাজি করেছে, গত ১৪ মাসে অন্য দলের নেতারা তার চেয়েও প্রায় ১০ গুণ বেশি চাঁদা তুলেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের প্রধান কারণ ছিল মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। ভালো ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তার এমন পতন ঘটেছে। যদি প্রকৃত অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হতো, তাহলে এভাবে নির্মম পরিণতি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আগস্টের আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেই স্বাধীনতার মর্যাদা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত না হলে সেই স্বাধীনতার অর্থ পূর্ণতা পায় না।

ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি যাদের নিয়ে ওঠাবসা করেন, তারা হয়তো দেশের মোট জনসংখ্যার মাত্র ২ থেকে ৫ শতাংশ প্রতিনিধিত্ব করে। তারাই পুরো বাংলাদেশ নয়। দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সঠিক ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি পুনরায় বলেন, দেশে যদি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে কোনো পাতানো বা প্রহসনের নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী

সর্বশেষ আপডেট ১১:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হলে তার দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে কোনো ধরনের ‘পাতানো নির্বাচন’ হলে তারা তা বর্জন করবে।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা টানা ১৬ বছর ধরে মানুষকে নির্যাতন ও অপমান করেছে। কম নির্যাতনে মানুষ তাকে সরায়নি। তার সময়ে নৌকার লোকজন যে পরিমাণ চাঁদাবাজি করেছে, গত ১৪ মাসে অন্য দলের নেতারা তার চেয়েও প্রায় ১০ গুণ বেশি চাঁদা তুলেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের প্রধান কারণ ছিল মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। ভালো ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তার এমন পতন ঘটেছে। যদি প্রকৃত অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হতো, তাহলে এভাবে নির্মম পরিণতি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আগস্টের আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেই স্বাধীনতার মর্যাদা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত না হলে সেই স্বাধীনতার অর্থ পূর্ণতা পায় না।

ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি যাদের নিয়ে ওঠাবসা করেন, তারা হয়তো দেশের মোট জনসংখ্যার মাত্র ২ থেকে ৫ শতাংশ প্রতিনিধিত্ব করে। তারাই পুরো বাংলাদেশ নয়। দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সঠিক ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি পুনরায় বলেন, দেশে যদি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে কোনো পাতানো বা প্রহসনের নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো প্রশ্নই ওঠে না।