ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 104

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টির সময় ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইনের শিকার নারী, শিশুসহ ৯ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করে।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশু, মোট ৯ জন রয়েছেন।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম বুড়িমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন। আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

সর্বশেষ আপডেট ১২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে টানা বৃষ্টির সময় ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইনের শিকার নারী, শিশুসহ ৯ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করে।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশু, মোট ৯ জন রয়েছেন।

বিজিবি জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাটগ্রাম বুড়িমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন। আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি নড়াইল জেলায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটককৃতদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।