ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৯:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 142

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে হাবিবুল্লাহ (৪৬) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে নিহত হাবিবুল্লাহর ভাই আমানুল্লাহর স্কুলপড়ুয়া ছেলে সাত্তারের সঙ্গে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জুবায়েরের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। কয়েক দফা গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।

বিদেশ ফেরত হাবিবুল্লাহ সম্প্রতি এলাকায় আসার পর থেকেই প্রতিপক্ষ হেলালের পরিবারের সদস্যরা তাকে নানা হুমকি দিয়ে আসছিল। শুক্রবার জুমার নামাজের জন্য বের হলে ঈদগাহ মাঠের সামনে হেলালের ভাগ্নে মুখলেস তার গতিরোধ করে। এর কিছুক্ষণের মধ্যেই হেলালসহ আরও কয়েকজন লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাবিবুল্লাহকে স্থানীয়রা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৯:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে হাবিবুল্লাহ (৪৬) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে নিহত হাবিবুল্লাহর ভাই আমানুল্লাহর স্কুলপড়ুয়া ছেলে সাত্তারের সঙ্গে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জুবায়েরের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। কয়েক দফা গ্রাম্য সালিশ হলেও সমাধান হয়নি।

বিদেশ ফেরত হাবিবুল্লাহ সম্প্রতি এলাকায় আসার পর থেকেই প্রতিপক্ষ হেলালের পরিবারের সদস্যরা তাকে নানা হুমকি দিয়ে আসছিল। শুক্রবার জুমার নামাজের জন্য বের হলে ঈদগাহ মাঠের সামনে হেলালের ভাগ্নে মুখলেস তার গতিরোধ করে। এর কিছুক্ষণের মধ্যেই হেলালসহ আরও কয়েকজন লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাবিবুল্লাহকে স্থানীয়রা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”