পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি নিয়ে বার্তা দিলো নয়াদিল্লি
- সর্বশেষ আপডেট ০৭:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 54
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বিবেচনা করবে।
তিনি জানান, চুক্তি দেশের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার প্রভাব বিবেচনায় আনা হবে। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করবে।
গত বুধবার সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে “উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন” হিসেবে গণ্য করা হবে এবং একসঙ্গে মোকাবেলা করা হবে। চুক্তিটি দুই দেশের দীর্ঘকালীন অংশীদারিত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
































