পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 215
বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। বুধবার (২৪ জুলাই) তাফরানের কাছে যৌথ অভিযান পরিচালনা করে তারা আটক করা হয়।
সূত্র জানায়, বেলুচিস্তান প্রদেশের চাগাই বিভাগের মাসকিল এলাকা দিয়ে বাংলাদেশিরা ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। এই নির্জন এলাকা দিয়ে পাকিস্তান থেকে অনেকেই ইরানে অনুপ্রবেশ করেন।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গত জুন ও জুলাই মাসে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেন। তবে তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ইরানে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা তাদের আটক করে ইরানে যাওয়ার অনুমতি চান, কিন্তু তারা তা দিতে ব্যর্থ হন।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “তাদের সবাইকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ধারণা এই বাংলাদেশিরা কোনো মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে, যারা সীমান্ত এলাকায় কার্যক্রম চালায়।”
































