পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা, ব্যাপক গোলাগুলি
- সর্বশেষ আপডেট ১১:১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 112
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি এলাকায় পাল্টা হামলার কথা স্বীকার করেছে তালেবান সরকার।
শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি জানান, প্রতিবেশী দেশের ‘বারবার সীমা লঙ্ঘন’ এবং আফগান ভূখণ্ডে বিমান হামলার জবাবে তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ‘সফল প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অভিযানটি মধ্যরাতে শেষ হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তালেবানের এই হামলাকে ‘বিনা উসকানিতে’ চালানো আক্রমণ বলে অভিহিত করেছেন এবং বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর জন্য তাদের অভিযুক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানি বাহিনী ‘প্রতিটি ইটের জবাবে একটি পাথর দিয়ে’ এর জবাব দেবে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তান তালিবান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং কাবুল তাদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। খবর বিবিসির।
































