পাকিস্তানে ফের জঙ্গি হামলায় ১২ সেনা নিহত
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 141
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা কনভয়কে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গি বাহিনীর সদস্যরা। শনিবার ভোরে আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বাদার এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন সেনা নিহত হয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সামরিক সূত্র জানায়, সেনারা গাড়িবহর নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন, ঠিক সেই সময় জঙ্গি সংগঠনের সদস্যরা হঠাৎ অতর্কিত হামলা চালায়। পাল্টা গুলিবিনিময়ে ঘটনাস্থলেই ১৩ জন জঙ্গি নিহত হয়। এ সময় আরও চার সেনা গুরুতর আহত হন এবং মৃত্যুশয্যায় রয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, হামলার সময় সেনাদের কাছ থেকে অস্ত্র ও একটি ড্রোন দখল করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে গোলাগুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। কয়েক ঘণ্টা ধরে আকাশে সামরিক হেলিকপ্টারের উড়াউড়ি লক্ষ্য করেছেন। পরে হেলিকপ্টারগুলো হতাহত সেনাদের হাসপাতালে নিয়ে যায় এবং হামলাকারীদের খোঁজে অভিযান চালায়।
ওয়াজিরিস্তানের এই দুর্গম অঞ্চল বহুদিন ধরেই জঙ্গিদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সাধারণত সেনা কনভয় চলাচলের আগে কঠোর নিরাপত্তা ও কারফিউ জারি করা হয়। তবুও হামলার ঘটনা ঘনঘন ঘটছে।
বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি তালেবান নতুন করে সক্রিয় হয়েছে। পাকিস্তান সরকার দাবি করছে, আফগান অন্তর্বর্তী সরকার যেন তাদের ভূখণ্ডকে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে না দেয়।





































