ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে নিষিদ্ধ হলো টিএলপি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 125

পাকিস্তানে নিষিদ্ধ হলো টিএলপি

উগ্র ডানপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।

রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। টিএলপির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

কয়েকদিন আগেই ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। ওই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করেই দলটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ দিকে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে সহিংস বিক্ষোভের ঘটনায় ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করেছিল। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ছয় মাসের মধ্যেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানে নিষিদ্ধ হলো টিএলপি

সর্বশেষ আপডেট ১২:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

উগ্র ডানপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।

রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। টিএলপির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

কয়েকদিন আগেই ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। ওই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করেই দলটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ দিকে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে সহিংস বিক্ষোভের ঘটনায় ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করেছিল। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ছয় মাসের মধ্যেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সূত্র: রয়টার্স