ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ১। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এ বিস্ফোরণ ঘটে।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিস্ফোরণটি একটি পরিকল্পিত হামলা ছিল। পুলিশ নিশ্চিত করেছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলাটি চালানো হয়।

 

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেন, হামলাটি টার্গেট করে চালানো হয়েছে। এতে এক পুরুষ নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এর পাশাপাশি সন্দেহভাজন সন্ত্রাসীরা ওই এলাকার একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

 

প্রাথমিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ১

সর্বশেষ আপডেট ১০:৩৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এ বিস্ফোরণ ঘটে।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিস্ফোরণটি একটি পরিকল্পিত হামলা ছিল। পুলিশ নিশ্চিত করেছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলাটি চালানো হয়।

 

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেন, হামলাটি টার্গেট করে চালানো হয়েছে। এতে এক পুরুষ নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এর পাশাপাশি সন্দেহভাজন সন্ত্রাসীরা ওই এলাকার একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

 

প্রাথমিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।