পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
- সর্বশেষ আপডেট ০৬:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 95
পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার ও এসি প্ল্যান্টে বিস্ফোরণের কারণে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।
রাজধানী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূল বিস্ফোরণটি সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে থাকা একটি ক্যান্টিনে ঘটে। এসময় ক্যান্টিনের সংলগ্ন সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্টে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডারের বিস্ফোরণের ধাক্কা এবং আগুনের কারণে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।
আলী নাসির রিজভি জানিয়েছেন, আহতদের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থায় রয়েছেন এসি মেকানিকরা। একজনের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এর ধাক্কায় পুরো সুপ্রিম কোর্ট ভবন কেঁপে উঠেছিল। যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, সেসব কক্ষে থাকা মানুষ দ্রুত বেরিয়ে আসে। ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, বিস্ফোরণের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে সব মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে। আগামী বুধবার থেকে আদালতের কার্যক্রম পুনরায় শুরু হবে।
































