ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের যুদ্ধজাহাজ নোঙর করল চট্টগ্রামে!

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 78

পাকিস্তানের যুদ্ধজাহাজ নোঙর করল চট্টগ্রামে!

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘পিএনএস সঈফ’। তিন দিনের সফরে এই জাহাজটি বাংলাদেশে এসেছে। সফরকালে পাকিস্তানি যুদ্ধজাহাজের ক্যাপ্টেন ও নৌ কর্মকর্তা দল বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন।

একই দিন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও ঢাকা পৌঁছান। রবিবার তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নৌবাহিনীর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, এ বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত প্রশিক্ষণ, সমুদ্র নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ দৃশ্যত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন। এবার পাকিস্তানি যুদ্ধজাহাজের আগমন দুই দেশের সামরিক সম্পর্কের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালীন সময়ে পাক নৌবাহিনীর প্রধান নাভিদ আশরাফ বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
সূত্র: আনন্দবাজার

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের যুদ্ধজাহাজ নোঙর করল চট্টগ্রামে!

সর্বশেষ আপডেট ০৯:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘পিএনএস সঈফ’। তিন দিনের সফরে এই জাহাজটি বাংলাদেশে এসেছে। সফরকালে পাকিস্তানি যুদ্ধজাহাজের ক্যাপ্টেন ও নৌ কর্মকর্তা দল বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন।

একই দিন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও ঢাকা পৌঁছান। রবিবার তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নৌবাহিনীর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

আইএসপিআর জানায়, এ বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত প্রশিক্ষণ, সমুদ্র নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ দৃশ্যত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন। এবার পাকিস্তানি যুদ্ধজাহাজের আগমন দুই দেশের সামরিক সম্পর্কের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালীন সময়ে পাক নৌবাহিনীর প্রধান নাভিদ আশরাফ বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
সূত্র: আনন্দবাজার