ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে সহজে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

পাকিস্তানকে সহজে হারাল ভারত

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ভারত। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সূর্যকুমার যাদবের দল ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় ৯১ রান। তখন মনে হচ্ছিল, তারা সহজেই ২০০’র কাছাকাছি রান করতে পারবে। কিন্তু মিডল ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারানো এবং শেষ দিকে মন্থর ব্যাটিংয়ের কারণে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৭১ রানে।

পাকিস্তানের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৫৮ রান করেন ৪৫ বলে। তাঁর সঙ্গে সাইম আইয়ূব ১৭ বলে ২১ রান করে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে পরের ব্যাটাররা তাল মেলাতে পারেননি। হুসেইন তালাত ১০, মোহাম্মদ নওয়াজ ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৭ রান যোগ করেন। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করে দলকে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছে দেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ঝড়ো সূচনা করে। মাত্র ৯.৫ ওভারে ওপেনিং জুটিতে ১০৫ রান তুলে ম্যাচ নিজেদের করে নেয় তারা। যদিও ১২৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার ফিরেছিলেন, তবুও তিলক ভার্মার শান্ত ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ম্যাচ জয়ে ভারতের ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্স এবং পাকিস্তানের মধ্য ওভারে ব্যর্থতাই মূল পার্থক্য গড়ে দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানকে সহজে হারাল ভারত

সর্বশেষ আপডেট ১০:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ভারত। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সূর্যকুমার যাদবের দল ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় ৯১ রান। তখন মনে হচ্ছিল, তারা সহজেই ২০০’র কাছাকাছি রান করতে পারবে। কিন্তু মিডল ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারানো এবং শেষ দিকে মন্থর ব্যাটিংয়ের কারণে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৭১ রানে।

পাকিস্তানের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৫৮ রান করেন ৪৫ বলে। তাঁর সঙ্গে সাইম আইয়ূব ১৭ বলে ২১ রান করে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে পরের ব্যাটাররা তাল মেলাতে পারেননি। হুসেইন তালাত ১০, মোহাম্মদ নওয়াজ ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৭ রান যোগ করেন। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করে দলকে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছে দেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ঝড়ো সূচনা করে। মাত্র ৯.৫ ওভারে ওপেনিং জুটিতে ১০৫ রান তুলে ম্যাচ নিজেদের করে নেয় তারা। যদিও ১২৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার ফিরেছিলেন, তবুও তিলক ভার্মার শান্ত ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ম্যাচ জয়ে ভারতের ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্স এবং পাকিস্তানের মধ্য ওভারে ব্যর্থতাই মূল পার্থক্য গড়ে দেয়।