ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তদন্ত প্রতিবেদন প্রকাশ

পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 69

মাইলস্টোন ট্রাজেডি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়নের ত্রুটি প্রধান কারণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে এবং পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া তিনি জানান, ভবিষ্যতে বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্কুল নির্মাণে রাজউকের ভবন নির্মাণ নীতিমালা সঠিকভাবে মানা হয়নি।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তদন্ত প্রতিবেদন প্রকাশ

পাইলটের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

সর্বশেষ আপডেট ০৬:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়নের ত্রুটি প্রধান কারণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে এবং পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া তিনি জানান, ভবিষ্যতে বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্কুল নির্মাণে রাজউকের ভবন নির্মাণ নীতিমালা সঠিকভাবে মানা হয়নি।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী ছিলেন।