ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার করেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 145

পাঁচ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার করেছে এনসিপি

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তিতে কক্সবাজারে ব্যক্তিগত ভ্রমণ করায় দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। এসব নেতারা দপ্তরের মাধ্যমে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর শোকজের জবাব দেন।

জবাব বিশ্লেষণ শেষে দেখা যায়, ঘটনাটিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়নি। তাই আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট কক্সবাজার সফরে যাওয়া এই পাঁচ নেতা একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করলে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে পরে বিষয়টি গুজব বলে প্রমাণিত হয়।

এই ঘটনার পরদিনই সংশ্লিষ্ট পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। এনসিপি সূত্রে জানা গেছে, তারা যথাসময়ে জবাব দিয়েছেন। এ ছাড়া, গত সপ্তাহে দলের সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ প্রসঙ্গ নিয়েও দীর্ঘ আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাঁচ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার করেছে এনসিপি

সর্বশেষ আপডেট ১০:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তিতে কক্সবাজারে ব্যক্তিগত ভ্রমণ করায় দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। এসব নেতারা দপ্তরের মাধ্যমে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর শোকজের জবাব দেন।

জবাব বিশ্লেষণ শেষে দেখা যায়, ঘটনাটিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়নি। তাই আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট কক্সবাজার সফরে যাওয়া এই পাঁচ নেতা একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করলে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে পরে বিষয়টি গুজব বলে প্রমাণিত হয়।

এই ঘটনার পরদিনই সংশ্লিষ্ট পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। এনসিপি সূত্রে জানা গেছে, তারা যথাসময়ে জবাব দিয়েছেন। এ ছাড়া, গত সপ্তাহে দলের সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ প্রসঙ্গ নিয়েও দীর্ঘ আলোচনা হয়।