ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ফের মোদি, কি বার্তা দিবেন বিজিপিকে?

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
  • সর্বশেষ আপডেট ০৪:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 189

নরন্দ্রে মোদি (ছবি পিটিআই)

মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি হাজির হয়েছেন বর্ধমানের শিল্পাঞ্চল দুর্গাপুরে। নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি।

এর আগে, ২০২৫ সালের মার্চ মাসের শেষ দিকে আলিপুরদুয়ারে এক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানেও একাধিক প্রকল্পের সূচনা ও রাজনৈতিক ভাষণে মুখ্য বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন।

এই সফরেও দুটি অংশ—সরকারি অনুষ্ঠান ও দলীয় সভা—ধরে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি। প্রথম অংশে উন্নয়নমূলক প্রকল্পগুলোর ঘোষণার পর, তিনি বিজেপির রাজনৈতিক সভায় অংশ নিচ্ছেন। দলের পক্ষ থেকে আয়োজিত এই জনসভায় মোদির বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

এদিকে, দুর্গাপুরের অন্ডালে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী একটি সভায় বলেন, “আমি রাজনীতি করি না, মানুষ নীতি করি।” সেইসঙ্গে পুলিশ প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “পুলিশ একটু নিরপেক্ষ হলে বোঝা যাবে বিজেপি কী করতে পারে।”

বর্তমান রাজনৈতিক আবহে মোদির সফর ও বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পশ্চিমবঙ্গে ফের মোদি, কি বার্তা দিবেন বিজিপিকে?

সর্বশেষ আপডেট ০৪:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি হাজির হয়েছেন বর্ধমানের শিল্পাঞ্চল দুর্গাপুরে। নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি।

এর আগে, ২০২৫ সালের মার্চ মাসের শেষ দিকে আলিপুরদুয়ারে এক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানেও একাধিক প্রকল্পের সূচনা ও রাজনৈতিক ভাষণে মুখ্য বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন।

এই সফরেও দুটি অংশ—সরকারি অনুষ্ঠান ও দলীয় সভা—ধরে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি। প্রথম অংশে উন্নয়নমূলক প্রকল্পগুলোর ঘোষণার পর, তিনি বিজেপির রাজনৈতিক সভায় অংশ নিচ্ছেন। দলের পক্ষ থেকে আয়োজিত এই জনসভায় মোদির বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

এদিকে, দুর্গাপুরের অন্ডালে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী একটি সভায় বলেন, “আমি রাজনীতি করি না, মানুষ নীতি করি।” সেইসঙ্গে পুলিশ প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “পুলিশ একটু নিরপেক্ষ হলে বোঝা যাবে বিজেপি কী করতে পারে।”

বর্তমান রাজনৈতিক আবহে মোদির সফর ও বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।