ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পল্টনে সমমনা আট দলের সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 47

পল্টনে সমমনা আট দলের সমাবেশ শুরু

রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুরু হয়েছে। সমাবেশের মূল দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যে সেই আদেশের ওপর গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং অন্যান্য তিন দফা দাবিসহ মোট পাঁচ দফা।

দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। স্লোগান, ব্যানার ও পতাকায় পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

পল্টন মোড়ের চারপাশে জনস্রোত ভরে ওঠে। নেতাকর্মীরা ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’—এর মতো স্লোগান ও ব্যানার প্রদর্শন করছেন। মিছিলের আওয়াজ ও উৎসাহে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পল্টনে সমমনা আট দলের সমাবেশ শুরু

সর্বশেষ আপডেট ০২:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুরু হয়েছে। সমাবেশের মূল দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যে সেই আদেশের ওপর গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং অন্যান্য তিন দফা দাবিসহ মোট পাঁচ দফা।

দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। স্লোগান, ব্যানার ও পতাকায় পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

পল্টন মোড়ের চারপাশে জনস্রোত ভরে ওঠে। নেতাকর্মীরা ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’—এর মতো স্লোগান ও ব্যানার প্রদর্শন করছেন। মিছিলের আওয়াজ ও উৎসাহে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।