ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাদীর স্বামীর আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ১০:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 45

পলাশবাড়ীতে বাদীর স্বামীর আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষ

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাদীর স্বামী আব্দুল রহমান গুরুতর জখম হয়েছেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের তিনটি আঙুল কেটে দেয়। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে পরিবারটি বসতভিটা ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌরসভার ছোট শিমুলতলা গ্রামে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত আব্দুল রহমানের পুত্রবধূ জোসনা বেগম লিখিত বক্তব্যে বিষয়টি জানান।

তিনি বলেন, একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর (৩০) ও আসাদুল (৪০) গংদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এর জের ধরে গত ২৯ জুন সকালে বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা (নং-৩৬, জিআর-৫৯/২৫) দায়ের করা হয়।

মামলা বিচারাধীন থাকা অবস্থায়, গত ৮ নভেম্বর সকালে প্রতিপক্ষরা আবারও ধারালো ছোরা, হাসুয়া, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে আব্দুল রহমানকে হাসুয়া দিয়ে আঘাত করে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে।

পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর বাদী জাহানারা বেগম ১৩ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা করেন। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি ভয় ও আতঙ্কে রয়েছে এবং নিজ বাড়িতে ফিরতে পারছে না।

এদিকে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন জাহানারা বেগম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পলাশবাড়ীতে বাদীর স্বামীর আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষ

সর্বশেষ আপডেট ১০:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাদীর স্বামী আব্দুল রহমান গুরুতর জখম হয়েছেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের তিনটি আঙুল কেটে দেয়। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে পরিবারটি বসতভিটা ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌরসভার ছোট শিমুলতলা গ্রামে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত আব্দুল রহমানের পুত্রবধূ জোসনা বেগম লিখিত বক্তব্যে বিষয়টি জানান।

তিনি বলেন, একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর (৩০) ও আসাদুল (৪০) গংদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এর জের ধরে গত ২৯ জুন সকালে বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা (নং-৩৬, জিআর-৫৯/২৫) দায়ের করা হয়।

মামলা বিচারাধীন থাকা অবস্থায়, গত ৮ নভেম্বর সকালে প্রতিপক্ষরা আবারও ধারালো ছোরা, হাসুয়া, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে এবং প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে আব্দুল রহমানকে হাসুয়া দিয়ে আঘাত করে তার বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে।

পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর বাদী জাহানারা বেগম ১৩ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা করেন। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি ভয় ও আতঙ্কে রয়েছে এবং নিজ বাড়িতে ফিরতে পারছে না।

এদিকে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন জাহানারা বেগম।