পলাশবাড়ীতে প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক
- সর্বশেষ আপডেট ০৬:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 58
গাইবান্ধার পলাশবাড়ীতে বেসরকারি জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের অভিযোগে রেখা বেগম নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্লিনিকের মালিক তাওহিদ রহমান ক্লিনিকটি তালাবদ্ধ করে পলাতক রয়েছেন। এটি ঘটেছে ৪ নভেম্বর মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের রংপুর রোডে অবস্থিত ক্লিনিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসূতিকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত করা হলে দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত ছিলেন না। এর ফলে ক্লিনিকের মালিক তাওহিদ রহমান নিজেই গাইনী চিকিৎসকের মাধ্যমে রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করান। এতে অতিরিক্ত ডোজের কারণে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহত রেখা বেগম বরিশাল ইউনিয়নের রামপুর (মাস্টারপাড়া) গ্রামের অটো ভ্যান চালক লাভলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা অভিযোগ করেছেন, তাওহিদ রহমানের মালিকানাধীন জনসেবা ক্লিনিক ছাড়াও “নিউ লাইফ ক্লিনিক” ও “নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার” নামে আরও দুটি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এসব ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বিভিন্ন বড় ধরনের অপারেশন ও চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানিয়েছেন, জনসেবা ক্লিনিকের মালিকের আরও দুটি ক্লিনিক রয়েছে। পূর্বে কাগজপত্রের ক্রটির কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল। তবে এ ধরনের কোনো অভিযোগ বা সমস্যা আবার সামনে এলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


































