সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা
পর্তুগাল বিএনপি নেতা মিনহাজের আয়োজনে ঈদ পুনর্মিলনী
- সর্বশেষ আপডেট ০১:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 322
পর্তুগালে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ হাকিম মিনহাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং নৈশভোজের আয়োজন করা হয়। একই সঙ্গে আগামী দিনে পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থীতার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে এই নৈশভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর্তুগাল বিএনপি নেতা আব্দুর রকিব সাবুর সভাপতিত্বে এবং যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, সৈয়দ রাসেল আহমদ, আব্দুল গফফার, লিটন মিয়া, কয়েছ আহমদ ও ইসমাইল আহমদ নাহিদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তানভীর তারেক, ইসলাম হোসেন, আতিকুর রহমান, যুবদল নেতা জাবেদ হক, মোশাররফ হোসেন সুমন, সাহান আহমদ, আব্দুল লতিফ অনিক, মিজান চৌধুরী, সামছুল ইসলাম জসিম, সামছুল আলম, শানুর আলী, হাসান আহমদ, জব্বার হোসেন চৌধুরী রোহান, জাহেদ হাসান সোহাগ, তামিম আহমদ, মোরসালিন, সুয়াইব আহমদ, মিয়া মোহাম্মদ বাবুল, সুমন মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজের উদ্যোগে আয়োজিত এই ঈদপুনর্মিলনী অনুষ্ঠান এক হৃদয়গ্রাহী ও ভ্রাতৃত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে।
তারা আরও বলেন, “এই মিলনমেলা কেবল উৎসব নয়; এটি জাতীয়তাবাদী দর্শনের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”
বক্তারা আশা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন।
অনুষ্ঠানে এম এ হাকিম মিনহাজ বলেন, “আমি পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী। তবে এই প্রার্থিতা কাউকে সমর্থনে বাধ্য করার জন্য নয়। আপনাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে, যাকে যোগ্য মনে করেন, তাকেই নেতৃত্বে দেখতে চাইবেন। আমরা চাই একটি নির্বাচনী কাউন্সিলের মাধ্যমে সবার অংশগ্রহণে নেতৃত্ব নির্ধারিত হোক, যাতে পরীক্ষিত, ত্যাগী ও দলপ্রেমী নেতৃত্ব গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন নিজেও বলেছেন—এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মতো পরিবেশ নেই। তাই আমরা দাবি জানাই, পর্তুগাল বিএনপির একটি নির্বাচনী কাউন্সিল ঘোষণা করা হোক, যেন সকলে ভোট দিয়ে নেতৃত্ব নির্ধারণ করতে পারে।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
এই শ্রদ্ধা নিবেদন ছিল আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও জাতীয় চেতনাকে সম্মান জানানোর একটি শক্তিশালী প্রতীক, যা প্রমাণ করে জাতীয়তাবাদী আদর্শ প্রবাসেও জ্বলন্ত ও জীবন্ত।






































