ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে ফের বাংলাদেশি খুন

নিজস্ব প্রতিবদেক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 140

ছুরিকাঘাতে নিহত শামীম হোসেন (৩২)। ছবি: প্রতিনিধি

তিন মাসের মাথায় পর্তুগালে আবারও হত্যার শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশি। দেশটিতে বেড়েই চলছে প্রবাসীদের উপর অত্যাচার, নির্যাতনের মতো ঘটনা। রাজধানীর কোস্টা কাপারিকাতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে শামীম হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালী থানায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি স্থানীয় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন প্রতিদিন নিজের সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং দোকানের সামনে সাইকেলটি পার্ক করে রাখতেন। ঘটনার দিনও একইভাবে দোকানের সামনে সাইকেলটি রাখা ছিল। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শামীম হোসেন তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত চোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্তুগালে ফের বাংলাদেশি খুন

সর্বশেষ আপডেট ০৮:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

তিন মাসের মাথায় পর্তুগালে আবারও হত্যার শিকার হয়েছে প্রবাসী বাংলাদেশি। দেশটিতে বেড়েই চলছে প্রবাসীদের উপর অত্যাচার, নির্যাতনের মতো ঘটনা। রাজধানীর কোস্টা কাপারিকাতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে শামীম হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালী থানায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি স্থানীয় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন প্রতিদিন নিজের সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং দোকানের সামনে সাইকেলটি পার্ক করে রাখতেন। ঘটনার দিনও একইভাবে দোকানের সামনে সাইকেলটি রাখা ছিল। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শামীম হোসেন তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত চোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।