পরীমণি ও ছেলের জ্বর ১০৩, মেয়ে আইসিইউতে
- সর্বশেষ আপডেট ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 108
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। একই সঙ্গে পরীমণি নিজে ও তার ছেলে পূণ্যও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
পরীমণি লেখেন, “আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।”
এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি হন। পরে পরীমণির জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ সময় তার ছেলেরও জ্বর ছিল।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে পূণ্য। ছেলের জন্মের পর কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এরপর ফের ক্যামেরার সামনে দাঁড়ান। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে পূণ্য ও কাজ নিয়েই তার সময় কেটেছে।
২০২৪ সালের মে মাসে পরীমণি জানান, কয়েক মাস আগে তিনি একটি কন্যাশিশু দত্তক নিয়েছেন। তার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। তখন বেশ আনুষ্ঠানিকভাবেই মেয়ে মা হওয়ার খবর প্রকাশ করেছিলেন তিনি।
































