ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ উপদেষ্টা বললেন, রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 217

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের পর দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বস্তির আবহ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

লন্ডনে অনুষ্ঠিত ঐ বৈঠক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা হাসান বলেন, “আমার কাছে এখনকার পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন নিজেদের অবস্থান থেকে কথা বলছে, আর যদি আরও কিছু বলার থাকে, নিশ্চয়ই তারা তা প্রধান উপদেষ্টার সঙ্গেই আলোচনা করবেন।”

বিএনপি ও সরকারের মধ্যে নির্বাচনী টানাপোড়েন অবসান হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমি মনে করি, তেমন কোনো বড় সংকট ছিল না। রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র কিংবা সংস্কার—সব ক্ষেত্রেই এগোতে হয় সংলাপের মাধ্যমে। তাই এখন সংলাপ হচ্ছে, এটাকেই আমি একটি ইতিবাচক অগ্রগতি বা সুসংবাদ হিসেবে দেখি।”

রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে চলমান আলোচনা ও সংলাপ নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরিবেশ উপদেষ্টা বললেন, রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে

সর্বশেষ আপডেট ১২:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের পর দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বস্তির আবহ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

লন্ডনে অনুষ্ঠিত ঐ বৈঠক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা হাসান বলেন, “আমার কাছে এখনকার পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন নিজেদের অবস্থান থেকে কথা বলছে, আর যদি আরও কিছু বলার থাকে, নিশ্চয়ই তারা তা প্রধান উপদেষ্টার সঙ্গেই আলোচনা করবেন।”

বিএনপি ও সরকারের মধ্যে নির্বাচনী টানাপোড়েন অবসান হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমি মনে করি, তেমন কোনো বড় সংকট ছিল না। রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র কিংবা সংস্কার—সব ক্ষেত্রেই এগোতে হয় সংলাপের মাধ্যমে। তাই এখন সংলাপ হচ্ছে, এটাকেই আমি একটি ইতিবাচক অগ্রগতি বা সুসংবাদ হিসেবে দেখি।”

রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে চলমান আলোচনা ও সংলাপ নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।