ফারুকীর ফেসবুক স্ট্যাটাস
পরিবর্তন হচ্ছে না তাজউদ্দীন আহমদ কলেজের নাম
- সর্বশেষ আপডেট ০৫:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 305
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’ করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপরই নাম পরিবর্তনের প্রতিবাদ করেন তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সোমবার (২ জুন) বিকেলে নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, “গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাজউদ্দীন আহমদ কলেজের নাম পরিবর্তন বিষয়ে আমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছেন, যদিও এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। মন্ত্রণালয়ের কাজে ট্যুরে থাকায় এ বিষয়ে মনোযোগ দিতে পারিনি। আজকে শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ হয়। তিনি স্পষ্ট বলেছেন, তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন না করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের নায়কদের প্রতি আমাদের শ্রদ্ধাও সেই রকমই হওয়া উচিত। মুক্তিযুদ্ধ এবং জুলাই কোনো বিপরীতধর্মী বিষয় নয়। যে গণতান্ত্রিক, জুলুমমুক্ত, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়াতেই জুলাই এসেছিল এ বাংলাদেশে।”
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, “যারা মুক্তিযুদ্ধ আর জুলাইকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তাদের উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধের আড়ালে ১৬ বছরের অপকর্ম ঢেকে রাখা। কিন্তু সত্য হলো—এই মুক্তিযুদ্ধের চাদরে ঢাকা যাবে না গুমের শিকার শত শত পরিবারের আহাজারি, বিডিআর ট্র্যাজেডি, ব্যাংক লুট, ভোট ডাকাতি, গুম এবং হাজার হাজার সরকারি খুন।”
































