বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি-২০, বাংলাদেশ ২-০ তে সিরিজ জয়ী
- সর্বশেষ আপডেট ১০:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 89
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে ভালো সূচনা পায়। ওপেনার ও অধিনায়ক লিটন দাস ঝড়ো ব্যাটিং করে ফিফটি তুলে নেন। তবে মিডল ওভারে রান তেমন আসে না। পরে জাকের আলী ও নুরুল হাসান আক্রমণাত্মক খেলে যাচ্ছিলেন, তখনই বৃষ্টি নামে এবং ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে ছিল। জাকের আলী ১৩ বলে ২০ রানের ইনিংস খেলছিলেন, লিটন দাসের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২২ রান। লিটন আগের ব্যাটিংয়ে ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন, যেখানে ছয়টি চার ও চারটি ছক্কা ছিল। অন্য ব্যাটসম্যানরা যথাক্রমে সাইফ ৮ বলে ১২, হৃদয় ১৪ বলে ৯ এবং শামীম পাটোয়ারি ১৯ বলে ২১ রান করেন।
সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত হওয়ায় বাংলাদেশ দল শেষ ম্যাচে পাঁচ পরিবর্তন এনেছে। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন একাদশে নেই। তাসকিন ও মুস্তাফিজ খেলছেন না, বিশ্রাম দেওয়া হয়েছে শেখ মাহেদীকেও। তাদের স্থলে একাদশে খেলেছেন শামীম, সোহান, রিশাদ, সাইফউদ্দি ও শরিফুল।
প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয়ী হয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে।




































