পরিচালক শেখ নজরুল ইসলাম আর নেই
- সর্বশেষ আপডেট ১২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 72
চলচ্চিত্র পরিচালক,কাহিনিকার ও অভিনেতা শেখ নজরুল ইসলাম আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(২২নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীরি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিচালক সমিতির উপসচিব অপূর্ব রানা।
গত সপ্তাহে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে শেখ নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। সেখানেই চলছিল চিকিৎসা। দীর্ঘ চলচ্চিত্রজীবনে তিনি নির্মাতা, চিত্রনাট্যকার, সংলাপ লেখক, গীতিকার ও অভিনেতা হিসেবে রেখেছেন অগণিত অবদান। খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী হিসেবে যাত্রা শুরু করলেও পরে এককভাবে নির্মাণ করেছেন ‘চাবুক,‘চাঁদ, এতিম, নাগিন,ঈদ মোবারক, ‘দিদার, ‘বউ–শাশুড়ি,‘স্ত্রীর পাওনা,‘চক্রান্ত,‘সিংহ পুরুষ, ‘দমন,‘মা বড় না বউ বড়’সহ বহু জনপ্রিয় ছবি।
অভিনেতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা-তে অভিনয় করেন তিনি। জহির রায়হানের অসমাপ্ত চলচ্চিত্র ‘লেট দেয়ার বি লাইট-এ সহকারী হওয়ার পাশাপাশি একটি চরিত্রেও অভিনয় করেছিলেন।
১৯৪৪ সালের ৭ নভেম্বর জন্ম নেওয়া শেখ নজরুল ইসলাম রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তানকে। রবিবার (২৩ নভেম্বর) ভোরে তাঁর মরদেহ নেওয়া হয় নিজ গ্রামের বাড়ি নাটোরের কালিগঞ্জে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুসংবাদে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে গভীর শোক।






































