ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 122

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পিটার হাস গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। ঢাকা থেকে একদিনের সফরে তিনি কক্সবাজারও গিয়ে রাতে ঢাকায় ফেরেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে পিটার হাসের নাম বিশেষ আলোচনায় আসে। যদিও তখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের সময়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল।

পিটার হাস ২০২২-২০২৪ সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ২৭ সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এরপর ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, যা কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। এতে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য প্রসারে কাজ করছেন।

সফরের সময় তিনি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ সম্ভাবনা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

সর্বশেষ আপডেট ১২:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পিটার হাস গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। ঢাকা থেকে একদিনের সফরে তিনি কক্সবাজারও গিয়ে রাতে ঢাকায় ফেরেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে পিটার হাসের নাম বিশেষ আলোচনায় আসে। যদিও তখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের সময়ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল।

পিটার হাস ২০২২-২০২৪ সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ২৭ সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এরপর ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, যা কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। এতে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য প্রসারে কাজ করছেন।

সফরের সময় তিনি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ সম্ভাবনা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।