পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় হেলপার নিহত
- সর্বশেষ আপডেট ০১:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 94
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ভাঙ্গাগামী বাসের হেলপার তোফায়েল মিয়া নিহত হয়েছেন।
দুর্ঘটনা সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে ঘটে। নিহত তোফায়েল মিয়া (২৭) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’ নামের একটি বাস হঠাৎ থেমে যায়। এ সময় পেছনে থাকা ভাঙ্গাগামী ‘বসুমতী পরিবহন’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
এই ধাক্কায় বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষ বাসগুলো আলাদা লেনে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানিয়েছেন, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


































