পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
- সর্বশেষ আপডেট ০৪:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 86
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্র্রেন আটকা পড়েছে। এতে সারা দেশের সঙ্গে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা স্টেশন থেকে ছাড়ার প্রায় ৩০০ গজ পর ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। অনেক যাত্রী অভিযোগ করেন, এসময় তাদের মালামাল খোয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম। তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পথে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। বগি উদ্ধারে কাজ চলছে।
স্টেশন মাস্টার বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার থেকে আসা পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছায় পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে চারটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
































