পদত্যাগ প্রশ্নে আসিফ মাহমুদ: সিদ্ধান্ত জানাবে প্রেস উইং
- সর্বশেষ আপডেট ০৫:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 62
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, তার পদত্যাগ–সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বর্তমানে তিনি ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন; একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও তার হাতে। হঠাৎ সংবাদ সম্মেলন ডাকায় বিষয়টি নিয়ে জল্পনা ছিল যে তিনি হয়তো পদত্যাগের ঘোষণা দেবেন।
তবে পদত্যাগ সম্পর্কে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, “এ বিষয়ে আমার কিছু বলার সুযোগ নেই—মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংই জানাবে।”
তিনি আগেই জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন। তবে কোনো দলের হয়ে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন—সেটি তিনি এখনও প্রকাশ করেননি।
সংবাদ সম্মেলনে তিনি তার দায়িত্বকালীন সময়ে দুটি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন।
































