পদত্যাগ করেছিলাম অনেক আগেই: জাকিয়া বারী মম
- সর্বশেষ আপডেট ০৬:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 253
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ৩২টি চলচ্চিত্রে ১৩ কোটি টাকা অনুদান ঘোষণার দিন, ২ জুলাই।
মম গণমাধ্যমে বলেন, “আমি পদত্যাগ করেছিলাম অনেক আগেই। ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে আর সময় দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই সরে দাঁড়িয়েছি।”
শিল্প ও সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই অভিনেত্রী ‘জুলাই বিপ্লবে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশপ্রেম ও দায়বোধ থেকে অনুদান কমিটিতে যোগ দিলেও দায়িত্ব যথাযথভাবে পালনে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার হতাশা তার কণ্ঠে স্পষ্ট।
তিনি বলেন, “আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া ছিল না। কাজটাই করতে চেয়েছিলাম। কিন্তু কাজটা ঠিকঠাক করতে পারছিলাম না বলে মনে হয়েছে। তাই মনে করলাম, কেউ যদি আমার জায়গায় এসে ভালোভাবে কাজ করতে পারে, সেটা কমিটির জন্যই ভালো হবে।”

অনুদান কমিটির বর্তমান সদস্যরা হলেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), সচিব, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্মাতা ও প্রযোজক আকরাম খান, নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার এবং রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে এ পদে ছিলেন মো. নাহিদ ইসলাম।































