পথ শিশু দিবসে ছাত্র অধিকার পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ
- সর্বশেষ আপডেট ০৯:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 76
পথ শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দিনটি ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিন্নমূল শিশুদের মাঝে রান্না করা খাবার, ফলমূল, নতুন পোশাক এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন ও মুনতাসিরুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) খান শাহারিয়ার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রাশেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নিলয় হোসেন রবিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শুভ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ওয়াজকুরুনীসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পথশিশুরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। যথাযথ যত্ন ও পরিচর্যা পেলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। তারা শিশুদের স্বাস্থ্যসুরক্ষা, শিক্ষা ও মানবিক বিকাশে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
































