পথচারীর সঙ্গে ধাক্কা, ধরা পড়ল ১০ হাজার ইয়াবা
- সর্বশেষ আপডেট ১২:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 68
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথচারীর সঙ্গে সামান্য ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ধরা পড়ে গেল বিপুল ইয়াবার চালান। স্থানীয়দের সন্দেহে আটক হওয়া এক তরুণের ব্যাগ থেকে পাওয়া গেছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।
আটক তরুণের নাম জিহাদুল ইসলাম (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার জিয়াউর রহমানের ছেলে এবং কিছুদিন ধরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা পিএমএ মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জে পথচারীর সঙ্গে সামান্য ধাক্কার পর ওই তরুণের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি অস্থির হয়ে পড়েন এবং বারবার ব্যাগটি শক্ত করে ধরে রাখছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ বাড়লে তারা ব্যাগ তল্লাশি করেন। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিশাল ইয়াবার চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকাবাসীর সন্দেহে তাকে আটক করা হয় এবং পরে পুলিশ থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে।
































