পতেঙ্গায় ভেসে এলো ট্রলারডুবির দুই জেলের মরদেহ
- সর্বশেষ আপডেট ১২:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 136
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা আট জেলের মধ্যে দুজনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। এখনও ছয় জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট এলাকায় স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পান। নিহতদের পরিচয় আজাদ ও ইদ্রিস হিসেবে শনাক্ত করেছেন তাঁদের সহকর্মীরা।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শনাক্তের পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে এক ফিশিং বোটের ধাক্কায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নগরীর ফিশারিঘাট থেকে “আনিকা” নামের ট্রলারটি ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরতে রওনা দিয়েছিল। দুপুর ১২টার পর পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাত্রাকালে পেছন থেকে একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। স্থানীয় একটি নৌযানের সহায়তায় ১১ জন জেলে বেঁচে ফিরলেও বাকি আটজন নিখোঁজ হন।


































