পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
- সর্বশেষ আপডেট ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 45
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের ওপর আজ চতুর্থ দিনের মতো শুনানি চলছে। সোমবার (৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
গতকালের (রোববার) শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া মত দেন যে পদ্ধতিগত ত্রুটি, বিষয়বস্তু ও উদ্দেশ্যের কারণে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণরূপে বাতিল হওয়া উচিত। তবে বিকল্প হিসেবে তিনি বলেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে আপিল বিভাগ ন্যায়বিচারের স্বার্থে সংশোধনীর কিছু বিধান সুরক্ষার জন্য ‘মার্জনা’ করতে পারে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া রোববার এই আরজি উপস্থাপন করেন।
পরে আপিল বিভাগ শুনানি গ্রহণ করে এবং আজকের দিনটিকে পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করে। শুনানিতে শরীফ ভূঁইয়ার সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান ও বিদুয়ানুল করিম।
এর আগে গত ৩ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হয়। ধারাবাহিকভাবে বৃহস্পতিবার ও রোববারও শুনানি অনুষ্ঠিত হয়, যার ধারাবাহিকতায় আজকের দিনও শুনানির জন্য রাখা হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। এরও ১৪ বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ একাধিক বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করে। রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফেরার সম্ভাবনা দেখা দিলেও কিছু জটিলতা থাকার যুক্তিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক আপিল করা হয়।































