পকেটে ইয়াবা নিয়ে চেকপোস্টে যুবক আটক
- সর্বশেষ আপডেট ০৩:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 90
প্যান্টের পকেটে ইয়াবা বহন করে চেকপোস্ট পার হতে গিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে ৩৪-বিজিবি।
সোমবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে উখিয়ার সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ বেলাল নামের এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ডেইলপাড়া গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে মো. বেলাল।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪-বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।
তিনি জানান, বেলালের পরনে থাকা প্যান্টের বাম পকেট থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটক বেলালকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এতে করে জনমনে স্বস্তি ও এলাকায় শান্তি বজায় রয়েছে।































