ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে টার্মিনালে রাখা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১২:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 52

নোয়াখালীতে টার্মিনালে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সোনাপুর বাস টার্মিনালের উত্তর পাশের সড়কের ধারে ‘সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহন’-এর একটি বাস পার্কিং করা হয়। পরে চালক ও তার সহকারী বাইরে চলে যান। রাত পৌনে ১০টার দিকে সড়ক দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়।

স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষতি না হলেও বাসের ৪ থেকে ৫টি আসন পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রেখে বাইরে খাবার খেতে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে টার্মিনালে রাখা বাসে আগুন

সর্বশেষ আপডেট ১২:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে টার্মিনালে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সোনাপুর বাস টার্মিনালের উত্তর পাশের সড়কের ধারে ‘সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহন’-এর একটি বাস পার্কিং করা হয়। পরে চালক ও তার সহকারী বাইরে চলে যান। রাত পৌনে ১০টার দিকে সড়ক দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়।

স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষতি না হলেও বাসের ৪ থেকে ৫টি আসন পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রেখে বাইরে খাবার খেতে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।